মায়ের জন্য আবেদন

বেগম মেহেরুন্নেসা (৪৮) পাঁচ মেয়ের মা। এর মধ্যে তিনজনই পড়াশোনা করে। স্বামী আবুল হোসেন দর্জির কাজ করেন। সামান্য যে উপার্জন করেন, তা দিয়ে কোনো মতে চলে সংসার। এরই মধ্যে মেহেরুন্নেসার শরীরে ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার।
এক বছর ধরে সেই ক্যানসারের সঙ্গে লড়ছেন মেহেরুন্নেসা। আর তাঁকে বাঁচাতে, চিকিৎসার খরচ জোগাতে লড়ে যাচ্ছেন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। বর্তমানে তিনি আহ্সানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে ডা. গোলাম মুস্তাকিনের অধীনে চিকিৎসা নিচ্ছেন (রেজিস্ট্রেশন নম্বর : ২০১৫০৪১১)। চিকিৎসক বলেছেন, সঠিকভাবে চিকিৎসা নিলে রোগীকে বাঁচানো সম্ভব।
কিন্তু মেহেরুন্নেসার দরিদ্র পরিবারের পক্ষে ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসা চালানো আর সম্ভব হচ্ছে না। এই অবস্থায় কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাঁর চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন, তবে মরণব্যাধি ক্যানসার থেকে তাঁকে বাঁচানো সম্ভব।
মেহেরুন্নেসাকে বাঁচাতে তাঁর সন্তান ও স্বজনরা যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : বেগম মেহেরুন্নেসা, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল), হিসাব নম্বর : ০২৭১৪০০২৬৪০১, বনানী শাখা, ঢাকা। মুঠোফোন নম্বর : ০১৯৪৩৭৩৩৮৫৭