সালথায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় আজ সকালে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি
ফরিদপুরের সালথা উপজেলায় শুক্কুর মাতুব্বর (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, সকালে সিংহপ্রতাপ গ্রামের তোফাজ্জেল মাতুব্বরের বাড়ির পেছনে নদীর পাড়ে একটি গাছের সঙ্গে ঝুলছিল শুক্কুরের লাশ। বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন।
ওসি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।