ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮) নামে এক যুবককে আটক করেছে সেনা সদস্যরা।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খিরাম সেনা ক্যাম্পের মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে সেনা সদস্যরা গোপালঘাটা ও নয়াহাট এলাকায় অভিযান চালায়। প্রথমে স্থানীয় মো. সেলিমের বাড়ি তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। পরে গোপালঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মো. বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
তল্লাশিতে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র, ১৯৯ রাউন্ড পয়েন্ট টুটু গুলি, ৫ রাউন্ড অ্যামুনিশন, একটি এফসিসি, দুটি কার্তুজ ব্লাঙ্ক, ১৩টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল ও একটি পেনড্রাইভ। এছাড়া তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার ও দুটি সিমকার্ডও উদ্ধার করা হয়।
মেজর সাইফুর রহমান তুর্জো জানান, আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র অবৈধ কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল।