সালথায় কিশোরের ‘আত্মহত্যা’

ফরিদপুরের সালথায় রবি টাওয়ারের নিচ থেকে তন্ময় পাল (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তন্ময়ের স্বজন ও পুলিশ দাবি করেছে, তন্ময় আত্মহত্যা করেছে।
আজ শনিবার সকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তন্ময় ফুলবাড়িয়া গ্রামের মুরারী মোহন পালের ছেলে ও ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
তন্ময়ের বাবা মুরারী মোহন পাল বলেন, ‘শনিবার সকালে আমার ছেলে তন্ময় পালকে আজেবাজে আড্ডা, দুষ্টুমি বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে বলা হয়। অন্যথায় তাকে বাড়ি থেকে চলে যেতে বলি। এ কথা বলার পর তন্ময় অভিমান করে ফুলবাড়িয়া বাজারের পাশে রবি টাওয়ারের ওপরে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করে।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, ‘স্কুলছাত্র তন্ময় পালের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মুরারী মোহন পাল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।’