নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
নেত্রকোনার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবীর, সাবেক প্রধান শিক্ষক হিতেন্দ্র চৌধুরী প্রমুখ।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।