ফরিদপুরে এক ব্যক্তি আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

গতকাল রাতে ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তি এবং র্যাব সদস্যরা। ছবি: এনটিভি
ফরিদপুরে খায়রুজ্জামান খাজা নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বাসে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ তাঁকে আটক করা হয় বলে দাবি করে র্যাব-৮।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মধুখালী উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের হাবিবুল বাশার খামারের কাছ থেকে খাজাকে আটক করা হয়।
ফরিদপুর র্যাবের মেজর আবদুল্লা আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মাগুরা-ফরিদপুর মহাসড়কে বাসে ডাকাতির প্রস্তুতির সময় খাজা নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি, রামদা, গাছ কাটার করাত ও ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
খায়রুজ্জামান খাজার নামে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে বলেও জানান ওই এসআই।