কিশোরগঞ্জে অষ্টমী স্নানে লক্ষাধিক পুণ্যার্থী

প্রতিবারের মতো এবারো উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুরে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নামে হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে। এ স্নানের উদ্দেশ্য পাপমোচন।
এ ছাড়া দূর-দূরান্ত থেকে অনেকেই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী নিজ নিজ আত্মীয়স্বজনের বাড়ি এবং স্থানীয় কুলেশ্বরী মন্দির ও হোসেনপুর হাই স্কুলসহ বিভিন্ন স্থানে এসে রাতযাপন করেন।
ভোরের আলো ফুটতেই পুণ্যার্থীরা নদীতে নেমে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াদি সম্পন্নের মাধ্যমে পবিত্র স্নান উৎসবে অংশ নিয়ে পাপমোচন করে আগামী দিনগুলোতে সত্য ও সুন্দর জীবনে ব্রতী হওয়ার অঙ্গীকার করেন।
হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনুমানিক দুই লাখ পুণ্যার্থী স্নানে অংশ নেন।