নেত্রকোনায় তক্ষকসহ আটক ৫

নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোড এলাকা থেকে একটি তক্ষক উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। এ সময় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে এসব ব্যক্তিকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা তক্ষক ব্যবসায়ী। আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে পুলিশ।
আটক পাঁচজন হচ্ছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম (৪০) ও তাঁর স্ত্রী রাহিমা (৩০), চট্টগ্রামের পটিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা পিয়ার মিয়া (৩৮), গোপালগঞ্জের টুঙ্গি উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা অনিক বিশ্বাস (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তরছাসিয়া গ্রামের বাসিন্দা আকাশ হালদার (২১)। এঁরা সবাই বর্তমানে ঢাকার মিরপুরে থাকেন।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল বাশার জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা রোডে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন এবং তক্ষকটি উদ্ধার করেন।
আটকদের বরাত দিয়ে এসআই এমদাদুল জানান, সকালে ঢাকা থেকে গাড়ি ভাড়া করে তক্ষক কিনতে ওই পাঁচজন জেলার সীমান্ত ও পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলায় যান। সেখানের তক্ষক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকায় দামদর করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা দিয়ে তক্ষকটি নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথেই পুলিশ ওই ব্যক্তিদের আটক করে।