মানবতাবিরোধী অপরাধ : নেত্রকোনায় গ্রেপ্তার ৪

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ মঙ্গলবার বিকেলে তিনজনকে দুর্গাপুরে তাঁদের গ্রামের বাড়ি থেকে ও অন্য একজনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামের আসক আলী (৯০), নোয়াগাঁও গ্রামের শাহ নেওয়াজ (৯০), একই গ্রামের আজিজুর রহমান (৭০) ও রমজান আলী (৭৮)।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার দায়ের করা মামলায় আদালতের পরোয়ানায় তাঁদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের নেত্রকোনা মডেল থানায় রাখা হয়েছে। পরে তাঁদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হবে।’
প্রায় ২৫ বছর ধরে নিজ এলাকা ছেড়ে নরসিংদীর কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাট এলাকায় বসবাস করে মাছের ব্যবসা করছেন যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত রমজান আলী। গতকাল বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান জানান, ১৯৭১ সালে নেত্রকোনার দুর্গাপুর এলাকায় ত্রাস ছিলেন ওই চারজন।