ময়মনসিংহে রাজ হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান মাহমুদ রাজ হত্যার কারণ অনুসন্ধান, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়।
আজ সোমবার দুপুরে ময়মনসিংহ সিকে ঘোষ রোডে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহত রাজের স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা। পরে অংশগ্রহণকারীরা পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।
নিহত রাজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন । গত ৫ মার্চ সন্ধায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কথা বলে বাসা থেকে বের হন রাজ। পরের দিন সকাল সাড়ে ৭টার সময় ময়মনসিংহ শহর বাইপাস সড়কের পাশে বাড়েরা নামক স্থানে মেহগনি বাগান থেকে রাজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তভার গ্রহণ করেন একই থানার উপপরিদর্শক (এসআই) অসিম কুমার দাস।
অধিকতর তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের জন্য গত ৯ মার্চ এক আদেশে পুলিশ সুপার মঈনুল হক মামলার তদন্তভার গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে পাঠান। বর্তমানে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মলয় চক্রবর্তী মামলাটি তদন্ত করছেন।
এসআই মলয় চক্রবর্তী জানান, প্রেমঘটিত কারণে রাজ খুন হতে পারেন। রাজের বন্ধু ওবায়দুর রহমানকে আটক করেছেন তিনি। তিনি জানান, রাজ যে মেয়েকে পছন্দ করতেন তাঁকে ওবায়দুরও পছন্দ করত। এ নিয়ে উভয়ের বিরোধ ছিল বলে তিনি জানান। তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন এসআই মলয়।