জয়পুরহাটে গৃহবধূ হত্যা : স্বামী, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলার কোছনাপুর গ্রামে রীমা নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন রীমার স্বামী হাসান আলী,শ্বশুর আবদুল আলীম ও শাশুড়ি কলি বেগম।
এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, প্রায় এক বছর আগে সদর উপজেলার চক জগদীশপুর গ্রামের মাদেছুর রহমানের মেয়ে রীমার সঙ্গে কোছনাপুর গ্রামের হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই রীমার ওপর তাঁর স্বামী শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গতকাল শনিবার বিকেলে পারিবারিক কলহের জেরে হাসান আলী রীমাকে শ্বাসরোধে হত্যা করেন।
এ ব্যাপারে রীমার ভাই বাদী হয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে শনিবার রাতেই পুলিশ তিনজনকে আটক করে।