নেত্রকোনায় আদর্শ শিশু বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেত্রকোনায় ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা। ছবি : এনটিভি
নেত্রকোনায় ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক মেধাভিত্তিক, জাতীয় দিবস ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে শহরের সাতপাই এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন আকন্দ। বিশেষ অতিথি পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।
বিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে শিক্ষক মাজারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল ওয়াহেদ, ক্যাপ্টেন (অব.) কামাল আজাদ, কৃষক নেতা কেশব রঞ্জন সরকার প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাভিত্তিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।