ভৈরবে নদী রক্ষার দাবিতে গোসল উৎসব

কিশোরগঞ্জের ভৈরবে নদী রক্ষায় ‘গোসল উৎসব’ করেছে ‘ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটস’ নামের একটি সংগঠন।
আজ শনিবার সকালে মেঘনা নদীতে এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের অংশ হিসেবে ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটসের সদস্য কয়েকশ যুবক সকালে ভৈরবের মেঘনা নদীতীরের সড়ক ও রেলসেতুর মোহনায় গোসলে নামেন। তাঁদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে পার্শ্ববর্তী জেলা-উপজেলা নরসিংদীর রায়পুরা, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কিছু নদীপ্রেমী যুবকও যোগ দেন গোসল উৎসবে। তাঁরা নদীতে নেমে গোসল করে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।
এর আগে মেঘনাকে স্বচ্ছ, স্রোতস্বিনী, চিরযৌবনা ও সম্ভাবনার প্রতীক আখ্যা দিয়ে এই নদীরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. মোশারফ হোসেন মুসা ও রাকিবুল হাসান সবুজ। তাঁদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মেঘনা রক্ষায় ভূমিকা রাখার অঙ্গীকার করে বক্তব্য দেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ সায়দুল্লাহ মিয়া।
‘আগামীর জন্য মেঘনা থাকুক পরিপূর্ণ’, ‘স্বচ্ছ জল, সফেদ পরাণ’সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করে নদীরক্ষায় শপথ নেন সংগঠনের সদস্যসহ গোসল উৎসবে যোগ দিতে আসা লোকজন।
উৎসবে যোগ দিতে আসা সবাইকে বাংলার ঐতিহ্য মাটির সানকিতে খৈ-মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয় দি ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে।
এদিকে স্থানীয় মেঘনা জেনারেল হাসপাতাল গোসল উৎসবের সঙ্গে একাত্ম হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার কর্মসূচি পালন করে। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত শতাধিক লোকের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয় বলে জানান হাসপাতালের ব্যবস্থাপক বিমল বিশ্বাস।