নেত্রকোনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী সিদ্দিকীর স্মরণসভা

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিদ্দিকীর নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া এলাকার দুর্বারগোষ্ঠী কার্যালয়ে নাগরিক স্মরণানুষ্ঠান উদযাপন কমিটি এ আয়োজন করে।
কবি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কবি নির্মলেন্দু গুণ। সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় স্মরণসভায় আরো বক্তব্য দেন সরকারি কর্মকমিশনের সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা ও লোকগবেষক গোলাম এরশাদুর রহমান, সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, আহাম্মদ আলী সিদ্দিকী, তানভীর জাহান চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মোহাম্মদ আলী সিদ্দিকী আজীবন সাহিত্যের সেবা করে গেছেন। সজ্জন এই মানুষটি ছিলেন মানবদরদিও। তাঁর মৃত্যু সংস্কৃতি অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বক্তারা।
মোহাম্মদ আলী গত ২৮ মার্চ সোমবার সকাল সাড়ে ৬টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ বছর বয়সে ইন্তেকাল করেন। এর আগে ২৭ মার্চ সন্ধ্যায় শহরের মোক্তারপাড়ার নিজ বাসায় হৃদরোগে আক্তান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
মারা যাওয়ার পর হাসপাতাল থেকে মরদেহ নেত্রকোনার নিজ বাসায় আনা হয়। খবর পেয়ে শহরের কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মীরা শেষবারের মতো দেখতে বাসায় ভিড় জমান।
মৃত্যুর সময় মোহাম্মদ আলী সিদ্দিকী স্ত্রী, এক ছেলে এটিএন নিউজের নিজস্ব প্রতিবেদক আরাফাত আলী সিদ্দিকী সোহাগ, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৮ মার্চ মোক্তারপাড়া জামে মসজিদে জানাজা শেষে পৌর গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়।