খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ছবি : এনটিভি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ শনিবার সকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ারা প্রত্যাহার করতে সরকারকে আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।