খাগড়াছড়ির পৌর মেয়রের বিরুদ্ধে জিডির হিড়িক

খাগড়াছড়ির পৌর মেয়র মো. রফিকুল আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার হিড়িক পড়েছে। প্রাণনাশের অভিযোগে জেলার দুই সংবাদকর্মী, সরকার দলের নেতাকর্মীদের পর এবার জিডি করেছেন রাপ্রুচাই চৌধুরী নামের স্থানীয় এক যুবক।
আজ বুধবার দুপুরে প্রাণনাশের হুমকি ও নিরাপত্তা চেয়ে খাগড়াছড়ি সদর থানায় জিডি করেন রাপ্রুচাই চৌধুরী। তিনি জেলা শহরের রুইখই চৌধুরীপাড়ার প্রয়াত অজিত কুমার ত্রিপুরার ছেলে। সদর থানার জিডি নম্বর ১২০৫।
জিডিতে রাপ্রুচাই চৌধুরী অভিযোগ করেন, গত ২৮ মার্চ খাগড়াছড়ি জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সভা হয়। সেখানে তিনি রফিকুল আলমের বিরুদ্ধে তাঁর বৃদ্ধ মা গোলাপ ফুল চৌধুরীর নামের সম্পত্তি জবরদখল, সেখানে পৌর মার্কেট নির্মাণ, জমির ক্ষতিপূরণ বাবদ ৪৫ লাখ টাকা এবং তিনটি বাণিজ্যিক প্লট হস্তান্তর না করার অভিযোগ করেন। ওই সভায় উপস্থিত মেয়র রফিকুল আলম প্রকাশ্যে তাঁকে ও তাঁর বৃদ্ধ মাকে দেখে নেওয়ার এবং প্রাণনাশের হুমকি দেন।
সদর থানা সূত্রে জানা যায়, এর আগে পৌর মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে ২৮ মার্চ রাতে আওয়ামী লীগ নেতা কল্যাণ মিত্র বড়ুয়া ও নির্মলেন্দু চৌধুরী এবং আজ সকালে সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শানে আলম জিডি করেন।
এর আগে স্থানীয় দুই সংবাদকর্মী বাংলা নিউজ ২৪ ডটকমের অপু দত্ত ও বেসরকারি টেলিভিশন এসএ টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নুরুল আজম পৌর মেয়র রফিকুল আলমের বিরুদ্ধে জিডি করেন।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন জানান, জিডিগুলোর তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।