ভৈরবে সাংবাদিকের বাসায় চুরি

বৈশাখী টেলিভিশন ও দৈনিক সকালের খবর পত্রিকার ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমদের বাসায় দিনে-দুপুরে চুরি হয়েছে।
আজ রোববার দুপুরে শহরের ভৈরব বাজারে অবস্থিত ছবিঘর শপিং কমপ্লেক্সের পেছনে কাসেম মিয়ার ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। দৃর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
অপরদিকে ভৈরবে শহীদুল ইসলাম নামের এক বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
জানা যায়, ভৈরব বাজারের পৌর মার্কেটের বৈশাখী শাড়ী ঘরের স্বত্বাধিকারী ও সাংবাদিক আদিল উদ্দিন আহমেদ ছয় মাস ধরে এ ভবনের চতুর্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মেয়ের চিকিৎসার জন্য বাসা তালা দিয়ে স্বপরিবারে বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যান আদিল। চিকিৎসা শেষে বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা খোলা। এ সময় স্টিল ও কাঠের আলমারির তালা ভাঙা এবং বাসার সব কিছু মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। পরে খোঁজ নিয়ে দেখেন, ঘরে রাখা দুই লাখ ২০ হাজার টাকাসহ ১৮ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে।
খবর পেয়ে ভৈরব শহর ফাঁড়ির পুলিশ ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে একই দিন বিকেলে বাংলাদেশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানির স্থানীয় এজেন্ট জে আর করপোরেশনের বিক্রয় প্রতিনিধি শহীদুল ইসলাম ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখেরও বেশি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভৈরব শহরের জগনাথপুর গ্রামের লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত শহীদুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছে পুলিশ।