পূর্বধলায় বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বজ্রপাতে ঘাগড়া মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরেক ছাত্র। গতকাল রোববার রাত ৯টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান।
নিহত শিক্ষার্থীরা হচ্ছে উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাফাত (১৫), ঘাগড়া চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে মাসুম (১৪) এবং আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে মাসুদ বিল্লাহ (১৫)। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম আজিবুল (১৪)। সে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন মাদ্রাসার শিক্ষকদের বরাত দিয়ে জানান, রাতে খাওয়া শেষে ঘুমানোর আগে ছাত্ররা মাদ্রাসা প্রাঙ্গণে বাথরুম করার অপেক্ষা করছিল। রাত ৯টার দিকে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটলে চারজন আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন ছাত্রকে মৃত ঘোষণা করেন।
জাহিদুল ইসলাম আরো জানান, এ সময় আজিবুল নামের আরো এক শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত শিক্ষার্থীর অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক।