জয়পুরহাটের পাঁচবিবিকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা

‘বাল্যবিবাহ ও মাদককে লালকার্ড’ স্লোগানকে সামনে রেখে গতকাল এক অনুষ্ঠানে জয়পুরহাটের পাঁচবিবিকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলাকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
‘বাল্যবিবাহ ও মাদককে লালকার্ড’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ১২১ মাদক ব্যবসায়ীকে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পাঁচবিবি থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল মাহমুদ।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবদুর রহিম,জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবীর সরকার ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী।