ময়মনসিংহে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার, আটক ২

ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে এক শিশু অপহরণের অভিযোগে আটক দুজন। ছবি : এনটিভি
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে নাসরীন (৫) নামের এক শিশুকে অপহরণের একদিন পর তাকে উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। একই সঙ্গে দুই অপহরণকারীকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার ভালুকা থানার সিড স্টোর এলাকা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিনের মেয়েশিশু নাসরিনকে অপহরণ করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেলক্রসিং এলাকার ছাত্রদের একটি মেস থেকে দুই অপহরণকারীকে আটক ও নাসরিনকে উদ্ধার করে পুলিশ।
আটক দুজন হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নল্লা গ্রামের আবদুল বারী ও হেলুচিয়া গ্রামের রাকিবুল হাসান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, শিশুটি উদ্ধারের পর এ ব্যাপারে ভালুকা থানায় খবর পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।