বাস কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে কালাইয়ের জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের বামনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধুনকুড়াইল গ্রামের মিজানুর রহমান (৪৭) ও তাঁর স্ত্রী পরিমন বেগম (৪৯)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্ষেতলালের নিজ বাড়ি থেকে আজ বিকেলে ওই দম্পতি পারিবারিক কাজে মোটরসাইকেলে করে পাশের কালাই উপজেলার মোলামগাড়ীতে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। তাঁরা কালাই উপজেলার জয়পুরহাট-মোলামগাড়ি সড়কের বামনগ্রাম এলাকায় পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে আসা চিশতিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।