তৃতীয় ধাপে ৬৮৫ ইউপিতে ভোট ২৩ এপ্রিল

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৬৮৫ ইউপিতে ভোট গ্রহণ করা হবে আগামী ২৩ এপ্রিল।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জান এ তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।
এর আগে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ৩১ মার্চ।
ইসি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব সামসুল আলম জানান, তৃতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।
এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল দেয় ইসি। দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউপির তফসিল হয় ১৮ ফেব্রুয়ারি।
সীমানা ও আইনি জটিলতায় দুই তফসিল থেকে বাদ গেছে ২৮টি ইউপি। মঙ্গলবার তৃতীয় ধাপের তফসিল জানানো হল। ৭১১ ইউপির তফসিল হওয়ার কথা থাকলেও তৃতীয় ধাপে বাদ পড়ল ২৪ ইউপি।
আরো তিন ধাপে ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে। এবার সারা দেশে ৬ ধাপে ইউপিতে ভোট হচ্ছে। এরই মধ্যে ছয়টিতে ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি।