ফুলপুরে অপহরণ, গৌরীপুরে উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে অপহৃত স্কুলছাত্র বাবুল হোসেনকে (৯) গৌরীপুর উপজেলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সন্দেহে আলামিন ওরফে রিফাতকে (২০) গ্রেপ্তার করা হয়।
জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত শুক্রবার (১১ মার্চ) ফুলপুর সঞ্চু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বাবুল হোসেনকে অপহরণ করা হয়। পরে অপহৃতের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এসআই মফিজুল ইসলাম জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণকারীকে শনাক্ত করে শিশুটিকে উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গ্রেপ্তার আলামিন নাম পাল্টে রিফাত ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় কৌশলে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। এর আগে তারাকান্দা থানায়ও এক শিশুকে অপহরণ করে ছয় হাজার টাকা মুক্তিপণ আদায় করেছিলেন তিনি।