ভৈরবে পলাশের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষানবীশ আইনজীবী ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য ইসমাইল হোসেন পলাশের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে। আজ শনিবার দুপুরে মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।
এ সব কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সদস্য ছাড়াও শিক্ষক ও এলাকার লোকজন অংশ নেয়।
আজ দুপুর ১২টার দিকে ভৈরব শহরের কমলপুর নিউ টাউনে অগ্নিবীণা কিন্ডারগার্টেন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভৈরব পৌরসভা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক আসাদুজ্জামান বাবলু, ভৈরব কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিল্লাল, শেখ মোস্তাফিজুর রহমান খোকন, এলেক্স আপন, ওয়াহিদ চৌধুরী সৈকত, মো. নূরুজ্জামান, খন্দকার রফিকুল আমিন, সালাহ উদ্দিন প্রমুখ।কিশোরগঞ্জ জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী এবং আগানগর শিশু বিদ্যাপিঠ নামের একটি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন পলাশ গত সোমবার গভীর রাতে ভৈরব শহরের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা সংলগ্ন বাবুল কমিউনিটি সেন্টার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পলাশ ভৈরব উপজেলা ছাত্রলীগেরও সহসভাপতি এবং উপজেলার আগানগর ইউনিয়নের আগানগর দক্ষিণ গ্রামের মরহুম হাসিম মেম্বারের ছেলে।