মুরগির বাচ্চার দাম কমাতে খামার মালিকদের বিক্ষোভ

ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম কমানোর দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খামার মালিকরা।
আজ শনিবার দুপুরে খামার মালিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশন’ এসব কর্মসূচি পালন করে।
ওই সব কর্মসূচি থেকে হ্যাচারি মালিকদের প্রতি সাত দিনের আলটিমেটাম দিয়েছেন মুরগির খামারের মালিকরা। অন্যথায় সাত দিন পর থেকে ভৈরবসহ কিশোরগঞ্জ জেলার কোথাও হ্যাচারি মালিকদের বাচ্চাবাহী গাড়ি ঢুকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কমলপুর এলাকা থেকে শতাধিক পোলট্রিশিল্প খামারি বিভিন্ন দাবি-দাওয়াসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তাঁরা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল আলম সোহেল, মো. দেলোয়ার হোসেন লিটন, বিনয়ভূষণ তালুকদার, মো. শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এক কোটির বেশি লোক পোলট্রিশিল্পের সঙ্গে জড়িত থাকলেও সরকারি নীতিমালার অভাবে এই শিল্প প্রায় ধ্বংসের মুখে।
কিছু দেশি-বিদেশি খাদ্য প্রস্তুতকারক ও বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি মালিকের অতিমুনাফার মানসিকতার কারণে পোলট্রি খাদ্য ও বাচ্চার মূল্য লাগামহীনভাবে বেড়েছে। এতে হাজার হাজার প্রান্তিক খামারি দেউলিয়া হয়ে পড়েছেন।
বক্তারা অবিলম্বে পোলট্রি ডিলার ও খামারিদের দুরবস্থা থেকে উত্তরণে ব্যবস্থা গ্রহণে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।
বক্তারা ডিম ও মুরগির বাজারমূল্য সরকারিভাবে নির্ধারণ করার দাবি জানান। এ ছাড়া প্রতিটি ডিমের দাম সাড়ে সাত টাকা নির্ধারণ এবং একদিন বয়সী বাচ্চার দাম ৩০ টাকা করার দাবি জানান তাঁরা।