ভৈরবে ছুরিকাঘাতে আইনজীবী খুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার টোলপ্লাজা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন পলাশ (৩০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগেরও সহসভাপতি ছিলেন।
পুলিশ জানিয়েছে, গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজাসংলগ্ন বাবুল কমিউনিটি সেন্টারের সামনে পলাশকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। তিনি রিকশাযোগে ভৈরব শহরের চণ্ডীবের দক্ষিণ এলাকায় তাঁর শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) অরুণ কুমার চক্রবর্তী জানান, ছিনতাইকারীরা পলাশের রিকশা থামিয়ে ছুরিকাঘাত করে সর্বস্ব লুটে নিয়ে পালিয়ে গেছে। পরে রিকশাচালক গুরুতর আহত পলাশকে শহরের জিয়া তোরণ এলাকায় ফেলে যায়।
খবর পেয়ে শ্বশুরবাড়ির লোকজন পলাশকে উদ্ধার করে ভোর ৩টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার বুলবুল আহম্মেদ।
এদিকে খবর পেয়ে পুলিশ আজ সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্বজনরা জানিয়েছেন, পলাশ কিশোরগঞ্জ জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান লিমন বলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব করছিলেন পলাশ। তাঁর বাবা আবুল হাশিম মিয়া আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।