ফরিদপুরে নারী দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ রোববার ফরিদপুরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ছবি : এনটিভি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার ফরিদপুরে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আজ বেলা ১১টা থেকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলা মহিলা পরিষদ, ফরিদপুরের স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তা, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. এরাদুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূঁইয়া, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতানা আক্তার, সাদিউর রহমানসহ অন্যরা।