বিরোধের জেরে সালথায় স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

বিরোধের জের ধরে ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মোল্লা (৪৫) উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের ছেলে সাইফুল মোল্যা বলেন, বিরোধের জের ধরে আমার বাবাকে বাড়ির সামনে থেকে প্রতিবেশী মোকারম মোল্লার মাদকাসক্ত ছেলে লিটন মোল্লা (২৫) প্রকাশ্যে এলাপাথাড়ি কুপিয়ে হত্যা করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন জানান, পুলিশ দুলাল মোল্লাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রহমান সেলিম বলেন, ‘আমাদের এখানে যখন আনা হয় তখন দুলাল মোল্লা মৃত ছিলেন। আমরা তাঁর শরীরে চারটি কোপের দাগ দেখতে পেয়েছি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’