কেন্দুয়ায় ভাতিজার রামদার কোপে আহত সাবেক বিচারক

নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার রামদার কোপে আহত হয়েছেন এক অবসরপ্রাপ্ত জেলা জজ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের জল্লীর গ্রামের নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম লতিফ আহমেদ খান (৬০)। তিনি সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ছিলেন।
লতিফ আহমেদ অভিযোগ করেন, তাঁর বড় ভাইয়ের ছেলে ফয়সাল তাঁকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এই সাবেক বিচারকের স্ত্রী কাজী তাইয়েবা তাসনীম বলেন, ‘জল্লীর গ্রামের বাড়িতে সকালে ফয়সাল হঠাৎ নিজের পুকুরের পাড় কাটার অভিযোগ এনে আমার স্বামীকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এর প্রতিবাদ করায় ফয়সাল রামদা দিয়ে তাঁর চাচার হাত ও পায়ে কুপিয়ে জখম করে দৌড়ে পালিয়ে যায়।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রামদা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।