নেত্রকোনায় অপহৃত স্কুলছাত্র গাজীপুর থেকে উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে অপহৃত সামী খানকে (৭) একদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।
গত রোববার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন সীমান্ত এলাকায় আবু সাঈদের ছেলে সামীকে অপহরণ করা হয়। গতকাল সোমবার মধ্যরাতে গাজীপুর থেকে তাকে উদ্ধার করা হয়। সে উপজেলার বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আটক করিম ওই এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্কুলছাত্র সামী ও আটক করিমকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, স্কুলছাত্র অপহরণের পর তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। ওই রাতেই একটি মোবাইল ফোন থেকে মুক্তিপণ বাবদ ৪০ হাজার টাকা চাওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে সামীর পরিবার অপহরণকারীদের কাছে ২৫ হাজার টাকা পাঠায়।
সেই সূত্র ধরেই পুলিশ অভিযানে নামে। শেষ পর্যন্ত গাজীপুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে করিমকে আটক করা হয়। তবে জুয়েল নামে আরো একজনকে খোঁজা হচ্ছে বলে জানান এসপি।
সামীর বাবা সাঈদ জানান, রোববার স্কুল থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের জালাল ও তার লোকজন রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায় সামীকে। এরপর থেকে তার কোনো হদিস মেলেনি। ছেলেকে উদ্ধারের জন্য তিনি পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান।