জয়পুরহাটে ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

জয়পুরহাটের ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলায় যাত্রীবাহী একটি বাস থেকে ১৫ কেজি সালফার জাতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার রাতে জয়পুরহাট-হিলি সড়কের আটাপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সামনে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসের গতি রোধ করা হয়। পরে বিজিবি সদস্যরা বাসটিতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি সালফার জাতীয় বিস্ফোরক পাউডার উদ্ধার করেন। যাত্রীবাহী ওই বাসের পেছনের সিটের নিচে একটি ভাঙা প্লাস্টিকের বালতিতে দুটি পলিথিনে মোড়ানো কাপড়ে বিস্ফোরক পাউডারগুলো লুকানো ছিল।
বিজিবির দাবি, উদ্ধারকৃত দ্রব্য সালফার জাতীয়। এগুলো দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরি করা সম্ভব।
জয়পুরহাটের-৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল খবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চক্র কোনো নাশকতার কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এভাবে গোপনে বিস্ফোরক পাউডাগুলো বহন করে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে ওই বাস থেকে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় জতি ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।