কলমাকান্দায় স্কুলছাত্রকে অপহরণের একদিন পর উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দার সীমান্তে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টা পর সোমবার রাত ১২টার দিকে উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন সীমান্ত এলাকায় স্কুলছাত্র সামীকে অপহরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার কলমাকান্দার বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র বড়তলা গ্রামের আবু সাঈদ খানের ছেলে সামী খান (৭) স্কুল থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। এর পর থেকে তার কোনো হদিস পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। আশপাশের এলাকাসহ আত্মীয়স্বজনের বাড়িতেও কোনো খোঁজ না পেয়ে কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন শিশুটির অভিভাবক।
এর পর অপহৃত শিশুটির বাবা আবু সাঈদ খানের কাছে রোববার রাতে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে কল করে মুক্তিপণ দাবি করা হয়। এর পর পুলিশ ওই কলের সূত্র ধরে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান প্রামাণিক জানান, সোমবার রাত ১২টার দিকে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তিনি আরো জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ ব্যাপারে কথা হবে।