নেত্রকোনায় স্কুলছাত্র অপহরণ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক স্কুলছাত্র অপহৃত হয়েছে।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতকাল রোববার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন সীমান্ত এলাকা থেকে স্কুলছাত্র সামী খানকে (৭) অপহরণ করা হয়।
এ ঘটনায় কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র বড়তলা গ্রামের আবু সাঈদ খানের ছেলে সামী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো হদিস পাচ্ছে না পরিবারের সদস্যরা।
অপহৃত শিশুটির বাবা আবু সাঈদ খান জানান, অপহরণের পর রাতে অপরিচিত একটি মোবাইল ফোন নম্বর থেকে একটি কল এসেছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজ সোমবার দুপুরে জানান, জিডির তথ্য ধরে এলাকায় পুলিশের একটি বিশেষ দল কাজ করছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করি অচিরেই তা জানা যাবে।