পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনে ‘মা সমাবেশ’

মা সমাবেশের বর্ণাঢ্য আয়োজনে আসা মায়েরা। ছবি : এনটিভি
জয়পুরহাটের পাঁচবিবিতে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলার কাটাপুকুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
প্রতিষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী শাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক মণ্ডল, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বের প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ওই মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।