গাজীপুরে ‘কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে কাপাসিয়ার রানীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোনো রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তা নন, এলাকার সাধারণ কৃষকরা। তাঁরা কৃষি জীবনের সংকট, সম্ভাবনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষিই হবে দেশের উন্নয়নের চালিকাশক্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, যুবদলনেতা গোলাম ফারুক, কৃষক দলনেতা মাহবুবুর রহমানসহ স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে দলীয় সংগীত পরিবেশিত হয়।