শিশু হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

হবিগঞ্জে চার শিশু হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে শিশু হত্যা ও অপহরণের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়। বেসরকারি সংস্থা ‘আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জন-উদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে শিশু অপহরণ, হত্যা ও গুমের ঘটনা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন জন-উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোনা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, জন-উদ্যেগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, উদীচীর সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নেত্রকোনা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা খানম, অধ্যাপক ওমর ফারুক, এ কে এম আবদুল্লাহ ও রেড ক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান এস এম সারোয়ার আলম রোকন।