হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনে নেত্রকোনায় কর্মশালা

‘হব সবাই সচেতন, করব বিবাহ রেজিস্ট্রেশন’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা ‘ভিকটিম পুনর্বাসন কেন্দ্রের’ উদ্যোগে রোববার সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা ভিকটিম পুনর্বাসন কেন্দ্রের প্রধান নির্বাহী নুরুন্নবী মো. টিপুর সভাপতিত্বে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশনের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আলম।
এ ছাড়া আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, ভিকটিম পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুর রহমান অপু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিলোয়ারা বেগম, শহর সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বস্ত্র ও বণিক সমিতির সভাপতি রঞ্জিত কুমার সাহা, আলী আমজাদ মাস্টার, নূরুল আলম রিপন প্রমুখ। পরে ভিকটিম পুনর্বাসন কেন্দ্রের ১১ জন দুস্থ ও প্রতিবন্ধী সদস্যকে শাড়ি, লুঙ্গি ও চাল বিতরণ করা হয়।