ছাত্রদল নেতার ওপর হামলা, ছাত্রলীগের অস্বীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের সদস্যরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে এই ঘটনা ঘটে।
হামলায় সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শিপন বিশ্বাসের মুখের চোয়াল ও ডান হাত ভেঙে যায়। এ ছাড়া বাম হাতের একটি আঙ্গুল ও মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় শিপনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এ ধরনের কোনো হামলার কথা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিপন তাঁর এলাকার বন্ধুদের নিয়ে চারুকলা অনুষদের দিকে ঘুরতে যান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিক্ত ও সাংগঠনিক সম্পাদক লিমন আড্ডা দিচ্ছিলেন। তাঁরা শিপনকে দেখতে পেয়ে আরো কয়েজনকে ফোন করে ডেকে আনেন। কিছুক্ষণ পর সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক জনিও আসেন। এরপর এই তিনজনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল শিপনের ওপর হামলা করে। তারা শিপনকে ইট, রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এতে শিপন মারাত্মক আহত হন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আলী শাহবাগ থানার পুলিশের মাধ্যমে শিপনকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রক্টর এনটিভি অনলাইনকে জানান, আহত ছাত্র শিপন বিশ্বাসের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে যেন আটক না করা হয় সে বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এনটিভি অনলাইনকে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যার বিরুদ্ধে অভিযোগ এবং যিনি অভিযোগ করেছেন তারা সবাই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে প্রশাসনই বিষয়টি আমাদের জানাবে।
এদিকে হামলার ঘটনার পর নিন্দা ও বিচার দাবি করে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি বিবৃতি দেয়। আজ শনিবার দুপুরে দেওয়া ওই বিবৃতিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রস্ত ও দমন করার নতুন নতুন বর্বর পন্থা অবলম্বন করছে সরকার। তারই অংশ হিসেবে এই নৃশংস ও বিভৎস হামলা। ছাত্রলীগকে দিয়ে শিক্ষার্থীদের ওপর চালাচ্ছে অবর্ণনীয় অত্যাচার। ছাত্রলীগের হৃদয়হীন অবমানবিক কর্মকাণ্ডে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ভয়ংকর ও ভীতিকর আতঙ্ক বিরাজ করছে।’
এ ছাড়া এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।