নেত্রকোনা প্রেসক্লাবে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার দুপুরে বিদায়ী জেলা প্রশাসককে এ সংবর্ধনা দেওয়া হয়।
সভাপতির বিদায় উপলক্ষে জেলার সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন আকন্দ,প্রবীন সাংবাদিক কবি আল আজাদ,যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার,সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা প্রেসক্লাবের সম্পাদক এম.মুখলেছুর রহমান খান,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ম.কিবরিয়া হেলিম, টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক ও জেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ভজন দাস,জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম,সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, দিলওয়ার খান প্রমুখ।
পরে প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ও জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদারের হাতে নেত্রকোনার লেখকদের ছয়টি বই তুলে দেওয়া হয়।