নেত্রকোনায় তিনদিন ব্যাপী টাটা গ্র্যান্ড মেলা

নেত্রকোনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী টাটা গ্র্যান্ড মেলা। আজ বুধবার বিকাল তিনটার দিকে নেত্রকোনা জেলা শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড.তরুণ কান্তি শিকদার, নেত্রকোনা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলী আজগর খান, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ, টাটা মটরস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মুকুল মানীস, নিটল মটরস লিমিটেডের সি.ই.ও মোস্তাক আহমেদ প্রমুখ।
নিটল মটরস লিমিটেডের আয়োজিত আজ থেকে শুরু হওয়া টাটা গ্র্যান্ড মেলা চলবে তিনদিন। মেলার উদ্বোধনী দিনে চেয়ারম্যান আব্দুল মাতলুব নেত্রকোনাবাসীর জন্য নেত্রকোনা-ঢাকায় আরামদায়ক চলাচলে চারটি শীতাতপনিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস চালুর ঘোষণা দেন।
এ সময় মেলা উপলক্ষে নেত্রকোনা পৌরসভার জন্য একটি পিক আপ ভ্যান ও জেলা পুলিশের ব্যবহারের জন্য একটি লেগুনা উপহার হিসেবে নিটল মটরস লিমিটেডের দেওয়া নেত্রকোনা পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমানের হাতে গাড়ির চাবি তোলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।