নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন হয়েছেন। তার নাম হারুন মিয়া (২৩)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশী সুরুজ আলীর ছেলে সেতুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্রের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগে সকালে সেতুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয় হারুন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, কী কারণে কলেজছাত্র খুন হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।