জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হচ্ছে তারামন বিবিকে

বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বুধবার সকাল ৭টায় তাঁকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তাঁর সঙ্গে আছেন চিকিৎসক মো. অসীম, তাঁর ছোট ছেলে আবু তাহের এবং মেয়ে মাজেদা বেগম।
তারামন বিবি দীর্ঘদিন যক্ষ্মা রোগে ভুগছেন। এতে তাঁর ফুসফুসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে কৃত্রিম অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তারামন বিবিকে ঢাকায় পাঠানোর মতামত দেয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসির উদ্দিন আহাম্মেদের গঠিত মেডিকেল বোর্ডে আছেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইফুল বারী, মেডিসিন বিভাগের প্রধান ডা. শংকর নারায়ণ দাস ও রেসপিরেটরি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো জাহিদুল ইসলাম।
তারামন বিবি ১৯৭১ সালে জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর যুদ্ধ এলাকা ছিল সীমান্তবর্তী কোদালকাটি, রাজীবপুর, রৌমারী, তারাবর ও গাইবান্ধা। অসুস্থ এই বীর মুক্তিযোদ্ধা সবার কাছে দোয়া চেয়েছেন।
শ্বাসকষ্ট ও পিঠের ব্যথার কারণে গতকাল সোমবার দুপুরে তারামন বিবিকে কুড়িগ্রামের নিজ বাড়ি রাজীবপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
এর আগে তারামন বিবি জানুয়ারি মাসে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।