রাষ্ট্রের হস্তক্ষেপে বিচারপতি নজরুল সরে গেছেন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন বলেছেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপের কারণে সরে গেছেন। এতে করে বোঝা যায় মীর কাসেম আলী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।
আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, ‘আমার স্বামী মীর কাসেম আলীর আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী শুনানিতে অংশগ্রহণ করার পর অ্যাটর্নি জেনারেল তাঁকে উদ্দেশ করে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। আইনমন্ত্রীও তাতে সুর মেলান। সংবিধান বা মামলায় নিযুক্ত আইনজীবী এইভাবে হয়রানি করা হলো, কিন্তু মহামান্য আপিল বিভাগ নীরব দর্শকের ভূমিকা পালন করল, যা আমাদের চরমভাবে হতাশ করেছে।’
মীর কাসেম আলীর স্ত্রী বলেন, ‘মামলার এই পর্যায়ে এসে নিযুক্ত সিনিয়র আইনজীবীর নিজেকে প্রত্যাহার করায় মীর কাসেম আলীর মামলায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে। রাষ্ট্রের এরূপ নগ্ন হস্তক্ষেপে আদৌ ন্যায় পাওয়া যাবে কি না তা নিয়ে আজ আমরা শঙ্কিত।’