কিশোরগঞ্জে দেড়শ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

কিশোরগঞ্জে প্রায় দেড়শ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। এ সময় মাইক্রোবাসের চালককে আটক করা হয়।
গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলা শহরের নগুয়া এলাকা থেকে ১৪৮ কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদক আইনে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার মাইক্রোবাসের চালকের নাম প্রদীপ চন্দ্র বর্মণ (৩৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।
ময়মনসিংহের মুক্তাগাছা ক্যাম্প উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল নগুয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ওই এলাকায় সরকারি শিশু সদনের সামনের রাস্তা থেকে গাঁজাবোঝাই একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৩৯৭) আটক করা হয়। এ সময় গাড়িতে চালক প্রদীপ চন্দ্র বর্মণ ছাড়া আর কেউ ছিলেন না। পরে প্রদীপ চন্দ্র বর্মণসহ মাইক্রোবাসটি কিশোরগঞ্জ মডেল থানায় আনা হয় এবং তল্লাশি চালিয়ে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানান এসআই মাসুদ।
সীমান্তবর্তী আখাউড়া থেকে গাঁজার এ চালান আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।