ভোটাধিকার পাবে না যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে দেওয়া বক্তব্যের জন্যে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।
আজ শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা নতুন কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
পরে কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তমনা মঞ্চে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যরা এ দেশে থাকতে পারবে। তবে তাদের সরকারি চাকরি ও ভোটাধিকার দেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, আগামী জুলাই মাস থেকে দেশের সব সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা দেওয়া হবে এবং অস্বছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসনের ব্যবস্থা অচিরেই গ্রহণ করা হবে।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই আলোচনা সভায় জেলা প্রসাশক তরুণ কান্তি শিকদার সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী কেন্দুয়া উপজেলায়ও নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ফিতা কেটে উদ্বোধন করেন।