নেত্রকোনায় প্রধানমন্ত্রীর একান্ত সচিবের মতবিনিময়

নেত্রকোনা বিসিক শিল্পমালিকদের সঙ্গে আজ বৃহস্পতিবার মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো. সাজ্জাদুল হাসান। ছবি : এনটিভি
নেত্রকোনা বিসিক শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো. সাজ্জাদুল হাসান।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রাজেন্দ্রপুর এলাকায় বিসিক শিল্প নগরীতে এই মতবিনিময় সভা হয়।
জেলা প্রশাসক (ডিসি) ড. তরুণ কান্তি শিকদার, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, উপব্যবস্থাপক (বিসিক) মোয়াজ্জেম হোসেন মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি কে এম জহির ফারুক। এর আগে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি মো. সাজ্জাদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিল্পনগরীতে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে পুরো বিসিক শিল্পনগরীটি ঘুরে দেখেন সাজ্জাদুল হাসান।