নেত্রকোনায় আমন চাল সংগ্রহ শুরু

নেত্রকোনায় আমন মৌসুমের চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার দত্ত।
সদর উপজেলার ঠাকুরাকোনা গুদামে চাল সংগ্রহ অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা চাল কল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ, নেত্রকোনা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, ঠাকুরাকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, খাদ্য বিভাগের নূর ইসলাম, সঞ্জয় মোহন দত্ত, সুজন কর্মকারসহ, উপ-খাদ্য পরিদর্শক খন্দকার মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক হাসান তারিকুর রহমানসহ জেলার বিভিন্ন চালকল মালিকসহ অন্যরা।
জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার দত্ত জানান, জেলার হাওড় উপজেলা খালিয়াজুরী বাদে অন্য নয়টি উপজেলায় এবারের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৭৫৮ মেট্রিক টন।
এর মধ্যে সদর উপজেলা ও ঠাকুরাকোনা খাদ্য গুদামে দুই হাজার ৪৪৭ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানান ঠাকুরাকোনা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম। প্রতি কেজি চালের মূল্য ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।