তরুণ বিজ্ঞানকর্মী লোটনকে বাঁচাতে এগিয়ে আসুন

সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া এক তরুণ। সাধারণ গণ্ডির বাইরে গিয়ে কিছু করার আকাঙ্ক্ষা থেকে যোগ দিয়েছিলেন অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনে। দেশের শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে সচেষ্ট ছিলেন কিছুদিন আগ পর্যন্তও। অথচ তাঁর জীবনেই আজ ঘনিয়ে এসেছে অন্ধকার।
অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এহতেশামুল কবির লোটন। এই তরুণ বিজ্ঞানকর্মীর দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি ঢাকায় আসা ভারতের ফর্টিস হাসপাতালের নেফ্রোলজি বিভাগের পরিচালক ডা. মনোজ কুমার সিংহালকে দেখানো হয়েছে। তিনি লোটনকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের বিষয়ে মত দিয়েছেন। বাংলাদেশের চিকিৎসকরাও তাঁকে এ ধরনের পরামর্শ দিয়েছেন। কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন হবে প্রায় ২৫ লাখ টাকা। এই বিপুল ব্যয় তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। অনুসন্ধিৎসু চক্র তার চিকিৎসায় সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সেই সঙ্গে চক্র এই তরুণ বিজ্ঞানকর্মীর চিকিৎসার্থে এগিয়ে আসার জন্য সব বিজ্ঞানোৎসাহী, সহৃদয় ব্যক্তির প্রতি আন্তরিক আহ্বান জানিয়েছে।
অজ্ঞানতার অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ করে বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান যে তরুণ, তাঁকে কি আমরা জীবনযুদ্ধে হেরে যেতে দেব? আসুন, সবাই মিলে মানুষের প্রতি মানুষের ভালোবাসার, সামাজিক দায়বদ্ধতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই তরুণ প্রাণটিকে পুনরায় সুস্থ করে তুলি। প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৫৫৪৬৮৩৭৩৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
সাহায্য পাঠাবার ঠিকানা
নুসরাত জাহান
সঞ্চয়ী হিসাব নম্বর : ২২১১৫১০০৬০৯৩৫
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, মান্ডা শাখা
বিকাশ নম্বর: ০১৮৮১১৭৮০০৭