নেত্রকোনায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মোসলেম উদ্দিন (৩৫) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের দুমড়ী গ্রামের লাখুনিয়া বিলের একটি ধানক্ষেত থেকে মোসলেমের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
মোসলেমের স্বজনরা জানিয়েছেন, গত সোমবার বিকেলে কেন্দুয়া উপজেলার হাসকান্দা বাজারে গরু কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফিরে আসেননি মোসলেম উদ্দিন। স্বজনদের দাবি মোসলেমের কাছে গরু কেনার চার লাখ টাকা ছিল। আর টাকার জন্যই মোসলেমকে হত্যা করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোসলেমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।