নেত্রকোনায় কম্বল বিতরণ

নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার গভীর রাতে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ছবি : এনটিভি
নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার গভীর রাতে পৌর শহরের বড় স্টেশন ও সদর উপজেলার মদনপুর শাহ সুলতান দরগাহ শরিফে শতাধিক লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, নেজারত ডেপুটি কালেক্টরেট প্রণয় চাকমা, জেলা প্রশাসকের পরিবারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।